এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলাে। যাতায়তে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ?
৬.৫
৮.৫
৭.৫
৫.৫
Description:
প্রশ্ন: এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলাে। যাতায়তে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ?
ব্যাখ্যা:
1 ঘন্টায় যায় 10 কি.মি
6 কি.মি যায় 1 ঘন্টায়
1 কি. মি. যায় 1/6 ঘন্টা
10 কি.মি যায় 10/6=5/3 ঘন্টায়
মোট যাওয়া আসা 10+10 = 20 কি.মি এবং সময় লাগে 1+5/3 ঘন্টা
=8/3 ঘন্টায় [ ভগ্নাংশের ল.সা.গু করে]
8/3 ঘন্টায় যাওয়া আসা হয় 20 কি. মি
1 ঘন্টায় যাওয়া আসা হয় 20*3/8
= 7.5 কি.মি
উত্তর: 7.5 কি.মি