Description:
‘Expel শব্দের অর্থ বাতিল বা বহিস্কার করা, বিতারিত করা। এর বিপরীত শব্দ হলো Admit যার অর্থ (দগুরুপে) নির্বাসিত করা, বিতাড়িত করা ইত্যাদি; Dismiss অর্থ চাকরি থেকে বরখাস্ত করা, বিদায় দেয়া; Eject অর্থ স্থান ত্যাগে বাধ্য করা, বহিস্কার করা; যেগুলোর প্রত্যেকটিই Expel - এর প্রায় Synonym (সমার্থক)।