ক্রমিক ও ধারাবাহিক সংখ্যা

  • ধারাবাহিক সংখ্যাগুলোর মোট সংখ্যা বিজোড় হলে তাদের মাঝের সংখ্যাটিই তাদের গড়।
  • ধারাবাহিক সংখ্যাগুলোর মোট সংখ্যা জোড় হলে মাঝের দুটি সংখ্যার গড় অথবা প্রথম এবং শেষ সংখ্যার গড়ই হলো সবগুলো সংখ্যার গড়।

পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৩৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? 

ক. ১০৬ 

খ. ১০৮ 

গ. ১০৯ 

ঘ. ১১৩

উত্তর: গ

সমাধান

যেহেতু ক্রমিক সংখ্যা ৫টির যোগফল = ৫৩৫ সুতরাং গড় ৫৩৫÷৫= ১০৭ তাহলে সংখ্যা পাঁচটি = ১০৫, ১০৬, ১০৭, ১০৮ এবং ১০৯ সুতরাং সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে ১০৯

 

Reference: Khairul's BASIC MATH