গ্রিনহাউজ ইফেক্টের ফলাফল
- আর্কটিক-এর বরফ গলে যাওয়ার কারণ বৈশ্বিক উষ্ণতা।
- পৃথিবীর মোট বরফের 90% এন্টার্কটিকাতে রয়েছে।
- বিশ্ব উষ্ণায়নের লক্ষণ ও ক্ষতি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়-জলোচ্ছ্বাস।
- গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে।
- গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে।
- বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে- সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level Rise)।
- সমুদ্রপৃষ্ঠ ৪৫ cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে- ৩.৫ কোটি মানুষ।
- সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাবিত করবে- মালদ্বীপকে।
- মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে।
- মালদ্বীপ সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য।
- সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে- মালদ্বীপ।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা