বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু

  • জলবায়ু অঞ্চলগত দিক দিয়ে বাংলাদেশের অবস্থান - ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে (Sub-Tropical Monsoon Region)।
  • বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন।
  • বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেমি।
  • বাংলাদেশে সর্বনিম্ন বৃষ্টিপাত ও সর্বোচ্চ বৃষ্টিপাত হয় যথাক্রমে নাটোরের লালপুরে (১১৭.৫ সেমি) ও সিলেটের জৈন্তাপুরের লালা খালে (৬৩৭.৫ সে.মি.)।
  • বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেট স্টেশনে।
  • বাংলাদেশে ঋতুর সঠিক ক্রম - গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
  • বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী বায়ুর সময়।
    • কাল-বৈশাখী ঝড় হয় চৈত্র-বৈশাখ, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে।
  • উষ্ণতম স্থান - লালপুর, নাটোর।
  • শীতলতম স্থান - শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। বেতবুনিয়া (রাঙ্গামাটি), তালিবাবাদ (গাজীপুর), মহাখালি ও সিলেট।
  • বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় ১৯৯২ সালে।
  • বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১ ডিগ্রি সেন্টিগ্রেড।
  • বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম (BMD) - Bangladesh Meteorological Department
  • বাংলাদেশে বর্তমানে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে ৪টি। চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও সিলেট।
  • বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ১২টি।
  • বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন রয়েছে ২টি।
  • বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র - ২টি।
  • বাংলাদেশে আবহাওয়া স্টেশন ৩৫টি।
  • সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র (SMRC) অবস্থিত - আগারগাঁও, ঢাকা।
  • বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত - ২২০০ মি.মি.।
  • বাংলাদেশের যে অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় উত্তর-পূর্বে।
  • গ্রীষ্মকালে বাংলাদেশে গড় তাপমাত্রা - ২৭.৮ ডিগ্রি।
  • বাংলাদেশের শীতলতম জেলা - সিলেট।
  • শীতকালে বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা - দিনাজপুর।
  • বাংলাদেশের উষ্ণতম মাস - এপ্রিল।
  • বাংলাদেশের শীতলতম মাস - জানুয়ারি।
  • বাংলাদেশে শীতকাল - পৌষ-মাঘ দুটি মাস।
  • শীতকালে বাংলাদেশে বায়ু প্রবাহের দিক - উত্তর-পূর্ব।
  • বাংলাদেশের স্বতন্ত্র্য ঋতু বলা হয় - বর্ষাকালকে।
  • বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় - বর্ষাকালে।
  • বাংলাদেশের বৃষ্টিপাতের ৮০% হয় - বর্ষাকালে।
  • বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় - উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে।

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা