বায়ুমণ্ডলের স্তর: ৫টি
১. ট্রপোমণ্ডল (Troposphere):
- ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকা বায়ুমণ্ডলের স্তর।
- মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা ইত্যাদি সৃষ্টি হয়।
- বজ্রপাত ঘটে ট্রপোমণ্ডলে।
২. স্ট্রাটোমণ্ডল (Stratosphere):
- বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর।
- ট্রপোমণ্ডলের উপরে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
- স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি বলে।
- ওজোনের (O3) বিপুল উপস্থিতি রয়েছে।
৩. মেসোমণ্ডল (Mesosphere):
- স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর।
৪. তাপমণ্ডল (Thermosphere):
- মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর।
- তাপমণ্ডলের নিম্ন অংশকে বলা হয় - আয়নস্ফিয়ার।
- বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - আয়ানোস্ফিয়ারে।
৫. এক্সোমণ্ডল (Exosphere):
- তাপমণ্ডলের উপরে প্রায় ৯৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর।
- বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর।