একনজরে বাংলাদেশের পাহাড়
- বান্দরবানে নীলগিরি পাহাড় অবস্থিত।
- সিলেটে জৈয়ন্তিকা পাহাড় অবস্থিত।
- বান্দরবানে কেওক্রাডং পাহাড় অবস্থিত।
- খাগড়াছড়িতে আলুটিলা পাহাড় অবস্থিত।
- খাগড়াছড়ি জেলায় আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত।
- ময়মনসিংহ অঞ্চলে গারো পাহাড় অবস্থিত।
- মৌলভীবাজারে কুলাউড়া পাহাড় (ইউরেনিয়াম পাওয়া যায়) অবস্থিত।
- কুমিল্লায় লালমাই পাহাড়, ময়নামতি পাহাড় (ঐতিহাসিক ঐতিহ্য বিদ্যমান) অবস্থিত।
- চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথের পাহাড় অবস্থিত। এ পাহাড়ে হিন্দু মন্দির রয়েছে।
- চিম্বুক পাহাড়/ কালা পাহাড় (পাহাড়ের রানি, বাংলাদেশের দার্জিলিং) বান্দরবানে অবস্থিত।
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো হলো খাগড়াছরি, রাঙামাটি ও বান্দরবান।
- বাংলাদেশে সবচেয়ে উঁচু পাহারের চূড়ার নাম বিজয় বা তাজিংডং (পূর্বে ছিল কেওক্রাডং)।
- বান্দরবানে তাজিংডং এবং কেওক্রাডং অবস্থিত।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা