বনাঞ্চল

  • পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল (Rain forest) - আমাজন বনভূমি।
  • আমাজন বনভূমি- গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল।
  • বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল আমাজন ফরেস্ট।
  • পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনভূমির আয়তন ৫৫ লাখ বর্গকিলোমিটার।
  • আমাজন ফরেস্ট যে মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা।
  • আমাজন বনের মোট আয়তনের ৬০ শতাংশ অবস্থিত- ব্রাজিলে।
  • আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়- আর্জেন্টিনা (Argentina)।
  • পৃথিবীর অক্সিজেনের সর্বোচ্চ যোগান আসে- - আমাজন বনাঞ্চল হতে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা