দুর্যোগ
- যার মাধ্যমে জীবন ও অর্থনীতির ব্যাপক ক্ষতি সাধিত হয় তাকে বলে- দুর্যোগ।
- সাধারণভাবে দুর্যোগকে ভাগ করা যায়- দুই ভাগে। ১, প্রাকৃতিক দুর্যোগ ২, মনুষ্যসৃষ্ট দুর্যোগ।
- ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, শৈতপ্রবাহ, সুনামি, নদীভাঙন, হিমবাহ, ভূমিধ্বস, আগ্নেয়গিরি, জলোচ্ছ্বাস, টর্নেডো প্রভৃতি হলো প্রাকৃতিক দুর্যোগ।
- যুদ্ধ, রাসায়নিক দূষণ, খাদ্যে বিষকৃয়া, অগ্নিকাণ্ড, বনধ্বংস প্রভৃতি হলো মনুষ্যসৃষ্ট দুর্যোগ।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা