আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি
- জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় স্টকহোমে।
- জাতিসংঘ সমুদ্র আইন বা United Nations Convention on the Law of the Sea স্বাক্ষরিত হয়েছিল- ১৯৮২ সালে।
- জাতিসংঘ সমুদ্র আইনটির আরেকটি নাম- UNCLOS-III.
- জলবায়ু-সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয়েছিল গ্রেট ব্রিটেনে।
- প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়- রাশিয়ার আশখাবাদে।
- প্রথম ধরিত্রী সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয় রিওডি জেনেরিওতে (১৯৯২ সালে)।
- রিও-ডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন' এ অংশগ্রহণ করেছিল ১৭৯ টি দেশের প্রতিনিধি।
- ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ অংশগ্রহণ করেছিল ১৯৫ সংখ্যক জাতি।
- মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী দেশ যুক্তরাষ্ট্র।
- সামগ্রিকভাবে বিশ্বে সবচেয়ে বেশি গ্রিন হাউজ গ্যাস উদগীরণকারী দেশ- চীন (৯.৮বিলিয়ন টন)।
- 'চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ' পুরস্কার পরিবেশ বিষয়ক।
- জাতিসংঘের "Champions of the Earth" খেতাবপ্রাপ্ত বাংলাদেশী প্রধানমন্ত্রী- শেখ হাসিনা।
- Champions of the Earth পুরস্কারের প্রবর্তক সংস্থা - UNEP.
- 'মিস আর্থ' প্রতিযোগিতার উদ্দেশ্য পরিবেশ সচেতনতা বৃদ্ধি।
- 'এজেন্ডা ২১' বিষয়বস্তু পরিবেশ।
- এজেন্ডা-২১ যে বিশ্ব সংস্থা গ্রহণ করে UN.
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা