ওজোনস্তরের অবক্ষয়

  • ক্ষতিকর 'অতিবেগুনি' রশ্মির উৎস - সূর্য।
  • ওজোনের রং - গাঢ় নীল।
  • বায়ুমণ্ডলের যে স্তরে ওজন স্তর রয়েছে - স্ট্র্যাটোমণ্ডল।
  • বায়ুমণ্ডলের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে - ওজোন স্তর।
  • ওজোনস্তর পৃথিবীকে রক্ষা করে - অতি বেগুনি রশ্মি থেকে।
  • সি.এফ.সি ক্ষতি করছে - বায়ুমণ্ডলের স্তরকে।
  • ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে - ক্লোরো ফ্লোরো কার্বন (CFC)।
  • ওজনস্তরে ফুটো সৃষ্টি করে - CFC।
  • বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয় (বা ছিদ্র বা ফাটল) এর জন্য সর্বোচ্চ দায়ী গ্যাস - CFC (Chlorofluorocarbons)।
  • ফ্রিয়ন ট্রেড নাম - CFC এর।
  • রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম - ফ্রেয়ন।
  • ঊর্ধ্বাকাশের বায়ুমণ্ডলীয় ওজোনস্তর ক্ষয়প্রাপ্ত হয় - Freon gas এর কারণে।
  • Chlorofluorocarbons আবিষ্কার করেন - Prof. T Midgley.
  • ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য স্বাক্ষরিত হয় - ভিয়েনা কনভেনশন।
  • ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল - পরিবেশ।
  • ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি বলা হয়েছে - মন্ট্রিল প্রোটোকলে।
  • আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় - ১৬ সেপ্টেম্বর।
  • বর্তমানে পরিবেশ-বান্ধব যে গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয় - টেট্রাফুরো ইথেন।

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা