বাংলাদেশের নিম্নভূমি, হাওর ও উপত্যকা

  • বাংলাদেশে কিশোরগঞ্জ জেলায় নিম্নভূমির পরিমাণ সবচেয়ে বেশি।
  • বাংলাদেশে কিশোরগঞ্জ-সুনামগঞ্জ, মৌলভীবাজার অঞ্চল হাওর বাওরে ঘেরা।
  • বাংলাদেশের বান্দরবান জেলায় 'বগা লেক' অবস্থিত।
  • বাংলাদেশে সিলেট-মৌলভীবাজারে বৃহত্তম হাওড় হাকালুকি এর অবস্থান।
  • রামসার' সাইট হিসেবে স্বীকৃত দেশের দ্বিতীয় বৃহত্তম হাওড় হলো টাঙ্গুয়ার হাওর।
  • •জেনে রাখা ভালো রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ (বিশেষত জলাভূমি) রক্ষার একটি সম্মিলিত প্রয়াস যা ১৯৭১ সালে ইরানের রামসারে সাক্ষরিত হয়। এটি Convention of Wetlands নামেও পরিচিত। বাংলাদেশে দুটি রামসার এলাকা রয়েছে। একটি সুন্দরবন ও অপরটি টাঙ্গুয়ার হাওর।
  • টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা।
  • টাঙ্গুয়ার হাওর 'নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল' নামে পরিচিত
  • দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম হাইল হাওর এর অবস্থান মৌলভীবাজারে।
  • কাপ্তাই থেকে প্লাবিত উপত্যকা ভেঙ্গি ভেলি নামে পরিচিত।
  • হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত।
  • বলিশিরা ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা