আন্তর্জাতিক তারিখ রেখা

  • আর্ন্তজাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন এবং তারিখের পরিবর্তন হয়।
  • ১৮০° দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়।
  • ১৮০° দ্রাঘিমা বা আন্তর্জাতিক তারিখ রেখা পার হলে নাবিকদের তারিখ বদলাতে হয়।
  • আন্তর্জাতিক তারিখ রেখা সম্পূর্ণভাবে প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর অবস্থিত।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা