দ্রাঘিমা

দ্রাঘিমা (Longitude)

  • যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা (Prime meridian) বলে।
  • মূল মধ্যরেখার দ্রাঘিমা 0°।
  • গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা (Longitude) বলে।
  • দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার।
  • GMT এর পূর্ণরূপ Greenwich Mean Time.
  • গ্রীনউইচ শব্দটি সময়ের সাথে সম্পর্কিত।
  • গ্রীনিচের দ্রাঘিমা 0°।
  • গ্রীনিচ মান মন্দির যুক্তরাষ্ট্রের লন্ডনে অবস্থিত।
  • দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১০° হলে সময়ের পার্থক্য হবে ৪ মিনিট।
  • বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও গ্রীনিচ মান সময়ের মধ্যে পার্থক্য হলো ৬ ঘণ্টা।
  • গ্রিনিচ মান সময় হতে বাংলাদেশের সময় ৬ ঘণ্টা আগে।
  • সমুদ্রে ক্রনোমিটারের সাহায্যে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা