অক্ষাংশ

অক্ষাংশ (Latitude)

  • নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের অক্ষাংশ বলে।
  • নিরক্ষরেখার অক্ষাংশ 0°; উত্তর মেরু বা সুমেরুর অক্ষাংশ ৯০° উত্তর এবং দক্ষিণ মেরু বা কুমেরুর অক্ষাংশ ৯০° দক্ষিণ।
  • উত্তর ও দক্ষিণ গোলার্ধে ৯০টি করে অক্ষাংশ ও নিরক্ষরেখা মিলে ভূগোলকে মোট ১৮১টি অক্ষাংশ রয়েছে।
  • ২৩° উত্তর বা ২৩°৩০′ উত্তর অক্ষাংশ রেখাকে কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) বলে।
  • ২৩° দক্ষিণ বা ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ রেখাকে মকরক্রান্তি রেখা (Tropic of Capricorn) বলে।
  • কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় মণ্ডল।
  • ৬৬° উত্তর বা ৬৬°৩০′ উত্তর অক্ষাংশ রেখা সুমেরুবৃত্ত (Arctic Circle) নামে পরিচিত।
  • ৬৬° দক্ষিণ বা ৬৬°৩০′ দক্ষিণ অক্ষাংশ কুমেরুবৃত্ত (Antarctic Circle) নামে পরিচিত।
  • পৃথিবীর উত্তর মেরুতে (North Pole) আর্কটিক সাগর (Arctic Ocean) আছে।
  • পৃথিবীর দক্ষিণ মেরুতে (South Pole) এন্টার্কটিক সাগর (Antarctic Ocean) রয়েছে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা