একনজরে বিশ্বের বিখ্যাত খাল
- পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল গ্রান্ড খাল।
- পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
- উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল।
- ১৮৬৯ সালে সুয়েজ খালের খনন কাজ সম্পন্ন হয়।
- পানামা খাল খনন সমাপ্তকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামা খালের মালিকানা পানামার নিকট হস্তান্তর করে।
- ১৮৬৯ সালে সুয়েজ খাল চালু হয়।
- সুয়েজ খাল Mediterranean sea and the Red sea (ভূমধ্যসাগর ও লোহিত সাগর) সাগরকে সংযুক্ত করে।
নাম | অবস্থান |
---|
গ্রান্ড খাল (বৃহত্তম কৃত্রিম খাল) | চীন |
---|
সুয়েজ খাল (১৮৬৯ সালে চালু হয়) | মিশর |
---|
গোটা খাল | সুইডেন |
---|
কিয়েল খাল (কৃত্রিম) | জার্মানি |
---|
পানামা খাল (আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর যুক্তকারী) | পানামা |
---|
ম্যানচেস্টার খাল | ইংল্যান্ড |
---|
আমস্টারডাম খাল | নেদারল্যান্ডস |
---|
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা