সাগর

  • মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশিকে বলে- সাগর।
  • পৃথিবীর বৃহত্তম সাগর- দক্ষিণ চীন সাগর।
  • দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার দেশ হলো- চীন, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম।
  • পৃথিবীর গভীরতম সাগর- ক্যারিবিয়ান সাগর।
  • আন্দামান সাগর অবস্থিত ভারত মহাসাগরে।
  • বিখ্যাত শহর আলেকজান্দ্রিয়া (মিশর) অবস্থিত- ভূ-মধ্যসাগরের তীরে।
  • ভূমধ্যসাগরের গভীরতম স্থান- মাতাপ্যান।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা