ভূ-পৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া

  • প্রাকৃতিকভাবে ভূপৃষ্ঠের পরিবর্তন সাধিত হওয়ার পশ্চাদের কার্যাবলিকে বলে- ভূপ্রক্রিয়া। যেমন- অগ্নীভবন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, ক্ষয়ীভবন প্রভৃতি।
  • বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতি দ্বারা সংঘটিত ভূমির পরিবর্তনকে বলে ধীর পরিবর্তন।
  • এক ধরনের চলন্ত বরফ স্তুপ হলো- হিমবাহ।
  • সিয়াচেন হিমবাহ অবস্থিত- কাশ্মীরে।
  • হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত হয়- ইউ-আকৃতির উপত্যকা।
  • নদীর ক্ষয়জাত ভূমিরূপ- নদীর উপত্যকা।
  • প্রশস্ত মোহনাকে বলা হয়- খাড়ি।
  • পার্বত্য অঞ্চলের নদীর যে ধরনের ক্ষয় বেশি হয়- নিম্নক্ষয়।
  • পৃথিবীর জলপ্রপাত সমূহ হলো- ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার ফল।
  • পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত- অ্যাঞ্জেল ফলস্।
  • বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস্ অবস্থিত- ভেনিজুয়েলায়।
  • নায়াগ্রা জলপ্রপাত' অবস্থিত- উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র-কানাডা)।
  • বাংলাদেশে জলপ্রপাত রয়েছে- মাধবকুণ্ড, মৌলভীবাজার।
  • প্রাকৃতিক জলপ্রপাত 'হামহাম' অবস্থিত- মৌলভীবাজার, বাংলাদেশ।
  • "পলল পাখা" জাতীয় ভূমিরূপ গড়ে উঠে- পাহাড়ের পাদদেশে।
  • নদীর মোহনায় পলি সঞ্চয়ের মাধ্যমে বাংলা মাত্রাহীন 'A' অক্ষরের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয়- ব-দ্বীপ (Delta)। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা