মাটি

  • পৃথিবীর বাহ্যিক গঠনের অন্যতম উপাদান হলো মাটি।
  • পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার - মাটি।
  • আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে - ৫%।
  • বুনটের উপর ভিত্তি করে মাটি - ৩ প্রকার। বেলে, দো-আঁশ, এঁটেল।
  • প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে ভাগ করা যায় - ৫ ভাগে।
  • পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম - বেলে মাটির।
  • সমান পরিমাণে বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিকে বলে - পলিমাটি।
  • ফসল উৎপাদনের জন্য যে ধরনের মাটি উত্তম - দো-আঁশ মাটি।
  • পানি ধারণ ক্ষমতা বেশি - এঁটেল মাটির।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা