খনিজ ও শিলা

  • কতোকগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যৌগিক পদার্থের সৃষ্টি হয় যাকে বলে খনিজ। 
  • একটিমাত্র মৌল দিয়ে গঠিত খনিজ হলো - সোনা, রূপা, হীরা, তামা, গন্ধক, পারদ প্রভৃতি। 
  • ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি তার সাধারণ নাম শিলা। শিলা এক বা একাধিক খনিজের মিশ্রণ।

উৎপত্তি অনুসারে ভূত্বকের শিলা তিন ধরনের।যথাঃ

  • আগ্নেয় শিলা
  • পাললিক শিলা
  • রূপান্তরিত শিলা

আগ্নেয় শিলা (Igneous Rock)

  • ম্যাগমা শীতল হয়ে কঠিনাকার ধারণ করে আগ্নেয় শিলায় পরিণত হয়েছে। [রাজশাহী বিশ্ববিদ্যালয়-'০৫-০৬/ [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-'০১।
  • আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা বা অন্তরীভূত শিলা।
  • এতে জীবাশ্ম দেখা যায় না।
  • উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট, ল্যাকোলিথ, ডাইক, সিল প্রভৃতি। [রাজশাহী বিশ্ববিদ্যালয় (সি)-১৯-২০।

পাললিক শিলা (Sedimentary Rock)

  • পলি সঞ্চিত হয়ে এ শিলা গঠিত হয়। [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-'০১।
  • সাধারণত এ শিলায় পলি স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। [শিক্ষা অধিদপ্তর প্রদর্শক-'০৪]
  • পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এ শিলায় ছিদ্র দেখা যায়। [৪৪তম বিসিএস]
  • পাললিক শিলা নরম, হালকা এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
  • উদাহরণ: কয়লা, চুনাপাথর, বেলেপাথর, চক, কোকিনা, লবণ, জিপসাম, ডলোমাইট প্রভৃতি। [৪০তম বিসিএস]

রূপান্তরিত শিলা (Metamorphic Rock)

  • আগ্নেয় ও পাললিক এ উভয় প্রকার শিলায় তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে পরিবর্তনের মাধ্যমে রূপান্তরিত শিলার সৃষ্টি হয়।
  • উদাহরণ:গ্রাফাইট (কয়লা থেকে সৃষ্টি), মার্বেল (চুনাপাথর বা ডলোমাইট থেকে সৃষ্টি), প্লেট (শেল থেকে সৃষ্টি), নিস (গ্রানাইট থেকে সৃষ্টি), কোয়ার্টজাইট (কোয়ার্টজ, বেলেপাথর থেকে সৃষ্টি)।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা