পৃথিবীর অভ্যন্তরীণ গঠন

ভূত্বক (Earth's Crust)

  • ভূপৃষ্ঠে শিলার কঠিন বহিরাবরণকে বলে ভূত্বক (Earth's Crust)। 
  • ভূত্বকের গভীরতা প্রায় ১৬ কি.মি।
  • পৃথিবীর অভ্যন্তরের মণ্ডল তিনটির নাম: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। 

অশ্বমণ্ডল (Lithosphere) 

  • ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে পাতলা স্তরকে বলা হয় অশ্বমণ্ডল (Lithosphere)।

গুরুমণ্ডল (Barysphere) 

  • ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরু স্তরকে বলা হয় গুরুমণ্ডল (Barysphere)। 
  • গুরুমণ্ডল গঠিত ব্যাসল্ট শিলা ও সিলিকন ডাই-অক্সাইড দ্বারা।

কেন্দ্রমণ্ডল (Centrosphere) 

  • পৃথিবীর কেন্দ্রে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু মণ্ডলকে বলা হয় কেন্দ্রমণ্ডল (Centrosphere)। 
  • কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান লোহা (Fe), নিকেল (Ni)। 
  • পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু - লোহা।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা