লালফিতার দৌরাত্ম

  • পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বলা হয়- লালফিতার দৌরাত্ম্য।
  • প্রচলিত হয়- সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে সে সময়ে সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হত।
  • লালফিতার কারণেই আমলাতন্ত্রে আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, কড়াকড়ি ও বাড়াবাড়ি দৌরাত্ম্য দেখা যায়।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা