সাম্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

  • মানুষের স্বাভাবিক সাম্য ও সমানাধিকারের আদর্শ সর্বপ্রথম প্রচার করেন - স্টোয়িক দার্শনিকগণ।
  • অর্থনৈতিক সাম্য ব্যতীত প্রকৃত রাজনৈতিক সাম্য অর্থহীন - অধ্যাপক লাস্কি।
  • বাংলাদেশের সংবিধানে অর্থনৈতিক সাম্যের পেশা ও বৃত্তির স্বাধীনতা ঘোষণা প্রদান করা হয়েছে - ৪০ নং অনুচ্ছেদে।
  • সুযোগের সমতার বিধান সন্নিবেশিত হয়েছে সংবিধানের - ১৯ নং অনুচ্ছেদে।
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা বিধান করা হয়েছে - ২৯ নং অনুচ্ছেদে।
  • আইনের চোখে সব নাগরিক সমান - বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বর্ণিত আছে।
  • সাম্যের নেশা স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে - লর্ড অ্যাকটন।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা