অধ্যাপক লাস্কির মতে, সাম্যের ৩টি বিশেষ দিক রয়েছে। যথা:
- বিশেষ সুযোগ-সুবিধার অনুপস্থিতি।
- পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টি।
- বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ ও দ্রব্যাদি জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সমভাবে বণ্টন।
সাম্য একটি অখণ্ড ধারণা যার কোনো প্রকারভেদ সাধারণত হয় না।
- স্বাভাবিক সাম্য - জন্মগতভাবে সবাই সমান।
- আইনগত সাম্য - আইনের চোখে সকলে সমান।
- সামাজিক সাম্য - সমাজে যোগ্যতা অনুযায়ী সকলে একই সুবিধা ভোগ করবে।
- অর্থনৈতিক সাম্য - যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন।
- নাগরিক সাম্য - সকল নাগরিকের সমান অধিকার।
- রাজনৈতিক সাম্য - রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে সমান অধিকার ও মতামত প্রকাশ।