আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
- সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন।
- আইনের মৌলিক উৎস সংবিধান।
- প্রাচীনতম উৎস- প্রথা। মোট ব্রিটেনে প্রথাভিত্তিক আইন রয়েছে।
- সাধারণত পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইন ধর্ম থেকে নেয়া হয়।
- অ্যারিস্টটল তার 'The Politics' গ্রন্থে সরকারের যে শ্রেণি বিভাজন করেছিলেন তার মূল লক্ষ্যই ছিল- শাসক ও শাসিতের সম্পর্ক স্থাপন।
- গ্রিক দার্শনিক প্লেটো তার 'The Republic' গ্রন্থে আদর্শ, ন্যায়বিচার তত্ত্ব, শিক্ষাব্যবস্থা, সাম্যবাদ প্রভৃতি তত্ত্বের অবতারণ করে- সুশাসন প্রতিষ্ঠার অভিপ্রায়ে।
- "দার্শনিক রাজার শাসন নয়, বরং আইনের শাসন-ই হবে রাষ্ট্রের শাসনের মূল ভিত্তি"- প্লেটো।
- "সেটিই হচ্ছে সুশাসন যেখানে শাসিতরাই শাসন করে"- রুশো।
- বিশ্লেষণবাদীদের মতে- "শান্তির ভয়ে জনগণ আইন মেনে চলে।"
- রাষ্ট্রের সর্বোচ্চ আইন- সংবিধান।
- "আইনের শাসনের অর্থ আইনের দৃষ্টিতে সকলে সমান এবং ধনী দরিদ্র সকলের জন্য একই আইন প্রযোজ্য হওয়া।" অধ্যাপক এ. ডি. ডাইসি।
- প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইনসভা, জনমত, অধ্যাদেশ সংবিধান প্রভৃতি হচ্ছে- আইনের উৎস।
- প্রথা আইনে পরিণত হয়- রাষ্ট্রীয় অনুমোদনের মাধ্যমে।
- মন্টেন্ডু তার "The Spirit of Laws" গ্রন্থে- ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি নিয়ে আলোচনা করেন।
- ম্যাকিয়াভেলী, টমাস হক্স, জন লক- উদারনৈতিক গণতন্ত্রের কথা বলেছেন তা মূলত সুশাসনের অন্যতম।
- সমাজ থেকে শ্রেণি বৈষম্যের অবসান হলেই কেবল সুশাসন প্রতিষ্ঠিত হবে- কার্ল মার্কস ও এঙ্গেলের অভিমত।
- বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। [৪০ তম বিসিএস]
- প্রয়োগের ক্ষেত্র ও ধরনের দিক থেকে আইনকে প্রধানত দুইভাগে ভাগ করা হয়। যথা: জাতীয় আইন ও আন্তর্জাতিক আইন।
- আইন হচ্ছে শাসকশ্রেণি বা প্রভুত্বকারী শ্রেণি বৈষম্যের দিক থেকে আইনকে প্রধানত দুইভাগে বিভক্ত করা হয়। যথা: জাতীয় আইন ও আন্তর্জাতিক আইন।
- আইন হচ্ছে শাসকশ্রেণী বা প্রভুত্বকারী শ্রেণির শোষণের হাতিয়ার।
- সুশাসন ও মূল্যবোধের অন্যতম প্রধান উপাদান হলো- আইনের শাসন।
- সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। প্রাচীন সমাজ বা প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন প্রচলিত ছিল।
- ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয় রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে।
- প্রাচীনকালে আইন ছিল- প্রথাভিত্তিক।
- আইনের সাফল্য নির্ভর করে- নীতিবোধের উপর।
- গণতান্ত্রিক সরকারের ভিত্তি বলা হয়- আইনের শাসনকে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা