নৈতিকতার সংজ্ঞা

  • জি.ই.ম্যুর: "শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।"
  • জোনাথন হেইট: "ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব ঘটতে পারে।"
  • এনসাইক্লোপিডিয়া আমেরিকান গ্রন্থ: "নৈতিকতা হলো দর্শনের এমন একটি শাখা যার মাধ্যমে মানুষ নির্দিষ্ট নৈতিক আচরণ ও কার্যক্রমের সূত্র সম্পর্কে মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হয়।"
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা