নীতিবিদ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

  • নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন।
  • নীতিবিদ্যা শুধু মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ে আলোচনা করে।
  • 'Code of Ethics'- ব্যবসায় নীতিবিদ্যার আলোচ্য বিষয়।
  • নৈতিক আচরণবিধি (Code of Ethics) বলতে বুঝায় -
    • মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে।
    • বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি।
    • দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি। 
  • জ্ঞানকে বিভক্ত করা হয় দুইভাগে। যথা:
    • Objective Knowledge (ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান) 
    • Subjective Knowledge (ব্যক্তি সাপেক্ষ জ্ঞান)
  • Nihilism (শূন্যবাদ) শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'Nihil' থেকে যার অর্থ- Nothing বা কিছুই নয়। 
  • শূন্যবাদের মূল কথা হলো সবকিছুই শূন্য এবং শূন্য থেকেই সবকিছু সৃষ্টি।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা