সুশাসন ও বৈশ্বিক প্রেক্ষাপট

  • জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) ২০২১-এ বাংলাদেশের স্কোর-২৬।
  • সিপিআই-২০২১ অনুযায়ী বাংলাদেশের অবস্থান - ১৪৭তম।
  • সিপিআই-২০২১ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ - দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ - ডেনমার্ক, নিউজিল্যান্ড ও ফিনল্যান্ড।
  • জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন (ইউএনএইচআরসি) সুশাসন নিশ্চিত করার মধ্য দিয়ে মানবাধিকারের উন্নয়নের কথা বলেছে - ২০০১/৭২ রেজুলেশনে।
  • জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম ইউএনসিএসি (United Nations Convention Against Corruption)।
  • ইউরোপীয়ান কমিশন সুশাসন নিশ্চিত করতে প্রকাশ করে - শ্বেতপত্র (White Paper)।
  • আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যাপক ব্যর্থতার ফলে উদ্ভব ঘটে - সুশাসনের ধারণার।
  • সুশাসন কার্যকর রয়েছে - আফ্রিকার উগান্ডায়।
  • "Good governance is perhaps the Single most important factor in eradicating Poverty and promoting development" - Kofi Annan.  
  • বিশ্বব্যাংক, আইএমএফসহ বিশ্বের অধিকাংশ উন্নয়ন সাহায্য ও দাতা সংস্থা সহায়তার অন্যতম পূর্বশর্ত হিসেবে সুশাসনকে প্রাধান্য দেয়।
  • আশির দশকের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাংক সুশাসনকে উন্নয়নের এজেন্ডাভুক্ত করে।
  • ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে শাসনব্যবস্থায় আন্তর্জাতিক মানের অভাবকেই বিশ্বব্যাংক সুশাসনের ধারণার কারণ হিসেবে উল্লেখ করে।
  • আইএমএফ সুশাসনকে উন্নয়ন সহায়তার এজেন্ডাভুক্ত করে - ১৯৯৩ খ্রিস্টাব্দে।
  • অংশগ্রহণমূলক পদ্ধতি সুশাসনের রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে - ইউএনডিপি।
  • সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন করা - জাতিসংঘের অভিমত।
  • দেশের উন্নয়নের প্রতিটি স্তরে সুশাসন আবশ্যক - আইএমএফ।
  • ক্ষমতার ভারসাম্য নীতি প্রকৃতভাবে কার্যকর যুক্তরাষ্ট্রে।
  • জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়েছে - মানবকল্যাণ এবং দারিদ্র্য বিমোচনকে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা