সুশাসনের উপাদান

সংস্থা উপাদান সংখ্যা 
UNDP
জাতিসংঘ (UN)
বিশ্বব্যাংক (World Bank)
UNHCR
IDA
কৌটিল্য
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (AFDB)

■ ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল। এ চারটি স্তম্ভ হলো- 

  • দায়িত্বশীলতা
  • স্বচ্ছতা
  • আইনি কাঠামো
  • অংশগ্রহণ

■ বিশ্বব্যাংকের অভিমত অনুসারে সুশাসনের উপাদান ৬ টি। যথা:

  • বাকস্বাধীনতা ও জবাবদিহিতা
  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ গুণ
  • রাজনৈতিক স্থিতিশীলতা ও অহিংসতার অনুপস্থিতি
  • সরকারের কার্যকারিতা
  • দুর্নীতি দমন

■ UNDP সুশাসন নিশ্চিত করতে ৯ টি উপাদান উল্লেখ করেছে। এগুলো হলো: 

  • সমঅংশীদারিত্ব
  • আইনের শাসন
  • স্বচ্ছতা
  • সংবেদনশীলতা
  • সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য
  • সমতা ও ন্যায্যতা
  • কার্যকারিতা ও দক্ষতা
  • জবাবদিহিতা
  • কৌশলগত লক্ষ্য

■ জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদানের কথা উল্লেখ করেছেন। যথা:

  • অংশগ্রহণ
  • আইনের শাসন
  • স্বচ্ছতা
  • সহানুভূতিশীলতা
  • ঐক্যমত্যভিত্তিক
  • ন্যায়বিচার
  • কার্যকারিতা ও দক্ষতা
  • জবাবদিহিতা

■ UNHCR সুশাসনের উপাদান চিহ্নিত করেছে ৫টি। যথা:

  • Transparency
  • Responsibility
  • Accountability
  • Participation
  • Responsiveness

■ IDA সুশাসনের চারটি উপাদানের কথা উল্লেখ করেছে। যথা:

  • জবাবদিহিতা
  • স্বচ্ছতা
  • আইনের শাসন
  • অংশগ্রহণ

■ কৌটিল্য (চাণক্য) এর মত অনুসারে সুশাসনের উপাদান ৪টি। যথা:

  • আইনের শাসন
  • প্রশাসনের দায়িত্বশীলতা
  • ন্যায় বিচার ও যৌক্তিকতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ
  • দুর্নীতিমুক্ত শাসন

■ AFDB (আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক) সুশাসনের উপাদান উল্লেখ করেছে ৫টি। যথা:

  • জবাবদিহিতা
  • স্বচ্ছতা
  • দুর্নীতি দমন
  • অংশগ্রহণ
  • আইন ও বিচার বিভাগীয় সংস্করণ

 

নৈতিক শাসন সুশাসনের উপাদান নয়।

 

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা