মূল্যবোধ ও শিক্ষা
- মূল্যবোধ ও শিক্ষা:
- সক্রেটিস: শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।
- প্লেটো: শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের পরিপূর্ণ ও সার্বিক বিকাশ সাধনই হলো শিক্ষা।
- রবীন্দ্রনাথ: শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।
- রুশো: সু-অভ্যাস গঠনের নামই শিক্ষা।
- হার্বাট স্পেন্সার: পরিপূর্ণ জীবন বিকাশই হলো শিক্ষা।
- মহাত্মা গান্ধী: শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ ও সুষম বিকাশ।
- মন্টেসরী: শিশুর সুপ্ত ব্যক্তিত্বকে জাগ্রত ও মর্যাদায় প্রতিষ্ঠা করাই শিক্ষার লক্ষ্য।
- বাংলা শিক্ষা শব্দটির উৎপত্তি শাস ধাতু থেকে যার অর্থ- শাসন করা বা উপদেশ দান করা।
- ইংরেজি Education শব্দটি উৎপত্তি লাভ করেছে ল্যাটিন শব্দ educare/edcere/educatum থেকে যার অর্থ- ভিতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।
- শিক্ষাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়- আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা।
- শিশুর প্রথম শিক্ষালয়- পরিবার।
- মূল্যবোধ শিক্ষার নির্ধারকসমূহ হলো- সামাজিক রীতিনীতি, আইন, ঐতিহ্য, ইতিহাস, প্রথা, বিশ্বাস ইত্যাদি।
- ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে- মূল্যবোধ শিক্ষা।
- মূল্যবোধ দৃঢ় হয়- শিক্ষার মাধ্যমে।
- প্রচলিত শিক্ষার আদর্শিক লক্ষ্যের একটি প্রধান দিক হলো- মূল্যবোধ শিক্ষা।
- একটি দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষতার অন্যতম মাপকাঠি হিসেবে কাজ করে মূল্যবোধ শিক্ষা।
- মূল্যবোধ শিক্ষার প্রধানতম লক্ষ্য- সামাজিক অবক্ষয় রোধ করা।
- ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা