সংস্কৃতির ধরণ | উইলিয়াম এফ অগবার্ন এর মতে দুইটি। - বস্তুগত সংস্কৃতি: বাস্তব রূপ আছে। যেমন- ঘরবাড়ি, টেবিল, খাদ্য-দ্রব্য ইত্যাদি।
- অবস্তুগত সংস্কৃতি: মানুষের সব বিমূর্ত সৃষ্টিকে বোঝায় অর্থাৎ যা উপভোগ বা অনুধাবন করা যায়। যেমন: যোগাযোগ, সামাজিক সংগঠন, ধর্ম ইত্যাদি।
|