ওশেনিয়া (অস্ট্রেলিয়া) মহাদেশ
- বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ: ওশেনিয়া (অস্ট্রেলিয়া)।
- আয়তনে ওশেনিয়ার বৃহত্তম দেশ: অস্ট্রেলিয়া (বিশ্বের মধ্যে ৬ষ্ঠ)।
- আয়তনে ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ: নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.)।
- জনসংখ্যায় ওশেনিয়ার বৃহত্তম দেশ: অস্ট্রেলিয়া।
- জনসংখ্যায় ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ: টুভ্যালু (১১,৬৪০ জন)।
- ওশেনিয়ার সর্বশেষ স্বাধীন দেশ: টুভ্যালু (১ অক্টোবর, ১৯৭৮)।
- ওশেনিয়ার সর্বনিম্ন স্থান: লেক আয়ার (-১১৬ মিটার)।
- ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ: কোসিয়াস্কো (উচ্চতা ২২২৮ মি.)।
- ওশেনিয়ার বৃহত্তম মরুভূমি: গ্রেট ভিক্টোরিয়া।
- ওশেনিয়ার বৃহত্তম উপদ্বীপ: পাপুয়া নিউ গিনি।
- ওশেনিয়ার বৃহত্তম হ্রদ: আয়ার (আয়তন- ৯০০০ বর্গ কি.মি.)।
- ওশেনিয়ার বৃহত্তম নদী: মারে ডার্লিং (দৈর্ঘ্য ৩৭৫০ কি.মি.)।
- ওশেনিয়ার বৃহত্তম প্রবাল প্রাচীর: গ্রেট বেরিয়ার রিফ।
- মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া ও পলিনেশিয়ার দেশগুলোর অবস্থান: উত্তর প্রশান্ত মহাসাগরে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা