দক্ষিণ আমেরিকা মহাদেশ

  • আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ- ব্রাজিল।
  • আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ- সুরিনাম।
  • জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ- ব্রাজিল।
  • জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ- সুরিনাম।
  • দক্ষিণ আমেরিকার সর্বশেষ স্বাধীন দেশ- সুরিনাম।
  • দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ - অ্যাকাঙ্কাগুয়া।
  • দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালা- আন্দিজ।
  • দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত- অ্যাঞ্জেল ফলস।
  • দক্ষিণ আমেরিকার বৃহত্তম জলপ্রপাত- গুয়ারিয়া (ব্রাজিল)।
  • দক্ষিণ আমেরিকার বৃহত্তম মরুভূমি- পাতাগোনিয়া।
  • দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ - ফকল্যান্ড (বৃটেনের দখলে)।
  • দক্ষিণ আমেরিকার উচ্চতম হ্রদ- টিটিকাকা।
  • দক্ষিণ আমেরিকা তথা বিশ্বের বৃহত্তম নদী আমাজান।
  • পৃথিবীর সর্ব দক্ষিণের নগরী- পুয়ের্তো উইলিয়াম (চিলি)।

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা