আফ্রিকা মহাদেশ
- আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ- আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ- সিচেলিস।
- জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ- নাইজেরিয়া।
- আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশ- দক্ষিণ সুদান।
- আফ্রিকার সর্বোচ্চ স্থান/বিন্দু/পর্বতশৃঙ্গ- কিলিমাঞ্জারো (তাঞ্জানিয়া)।
- আফ্রিকার উষ্ণতম স্থান- আল-আজিজিয়া (৫৮° সে.)।
- আফ্রিকার বৃহত্তম মরুভূমি- সাহারা।
- আফ্রিকার বৃহত্তম দ্বীপ- মাদাগাস্কার (ভারত মহাসাগর)।
- আফ্রিকার বৃহত্তম হ্রদ- ভিক্টোরিয়া (৬৯,৫০০ বর্গ কি.মি.)।
- আফ্রিকার বৃহত্তম ও দীর্ঘতম নদী- নীল নদ (৬,৬৯০ কি.মি.)।
- আফ্রিকার দেশগুলোর বৈশিষ্ট্য- জ্যামিতিক সীমারেখা।
- Horn of Africa- ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়া।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা