ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ স্থান

বাল্টিক অঞ্চলবাল্টিক সাগরের তীরে অবস্থিত উত্তর-পূর্ব ইউরোপের নয়টি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত।
স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র/নর্ডিক অঞ্চলস্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত দেশসমূহকে একত্রে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রে ৫টি। এগুলো হলো- ১. আইসল্যান্ড, ২. ডেনমার্ক, ৩. নরওয়ে, ৪. সুইডেন ও ৫. ফিনল্যান্ড।
বলকান রাষ্ট্রবলকান পর্বতমালার পাদদেশে অবস্থিত রাষ্ট্রসমূহকে একত্রে বলকান রাষ্ট্র বলা হয়। বলকান রাষ্ট্র মোট ১১টি। এগুলো হলো- ১. সার্বিয়া ২. মন্টিনিগ্রো ৩. ক্রোয়েশিয়া ৪. স্লোভেনিয়া ৫. বসনিয়া হার্জেগোভেনা ৬. মেসিডোনিয়া ৭. কাসোভো ৮. আলবেনিয়া ৯. বুলগেরিয়া ১০. গ্রিস ১১. রোমানিয়া।
নটরডেমফ্রান্সের প্যারিসে অবস্থিত প্রাচীন সভ্যতার একটি বিখ্যাত স্থান।

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা