স্থান/স্থাপনা | বিবরণ |
ইন্দোচীন | দক্ষিণ-পূর্ব এশিয়ার ৩টি দেশ (লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম) যা ইন্ডিয়া ও চীনের মাঝখানে অবস্থিত। একে ফার্দার ইন্ডিয়াও বলা হয়। |
গোল্ডেন ট্রায়াঙ্গেল | থাইল্যান্ড, লাওস ও মায়ানমারের সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল। মনে রাখার কৌশল: মাথাল। |
গোল্ডেন ক্রিসেন্ট | পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের আফিম মাদক উৎপাদন এলাকা। |
আরব উপদ্বীপ | ৭টি দেশ (সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত) নিয়ে গঠিত। |
শাত-ইল-আরব | পারস্য উপসাগরের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে অবস্থিত একটি ব-দ্বীপ। একে কেন্দ্র করে ইরাক-ইরান যুদ্ধ (১৯৮০-১৯৮৮) সংঘটিত হয়। |
ব্ল্যাক সি | তুরস্ক ও ক্রিমিয়ার মাঝে অবস্থিত। শীতকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার জন্য কৃষ্ণ সাগর বলা হয়। |
গোবি মরুভূমি | এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশে ১,৫০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। |
গোলান মালভূমি | সিরিয়া ও ইসরাইল সীমান্তের উচ্চ মালভূমি। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল এটা দখল করে নেয়। |
নাগর্নো-কারাবাখ | আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অবস্থিত একটি ছিটমহল। প্রতিবেশী দেশ দুটির মধ্যে কয়েক দশক ধরে সশস্ত্র লড়াইয়ের কেন্দ্রস্থল। |
চিকেন নেক | বাংলাদেশের সীমান্তঘেষা ভারতে সেভেন সিস্টার্স রাজ্যসমূহের সাথে যোগাযোগের করিডোর। |
ডোকলাম | ভারত-ভুটান-চীনের সীমানায় ত্রিভুজাকৃতি বিন্দুতে অবস্থিত এলাকা। ভুটান বলে 'ডোকলাম', ভারত বলে 'ডোকলা' আর চীন বলে 'ডংল্যাং'। |
জেরুজালেম | ইসরাইলের রাজধানী। মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের নিকট পবিত্র নগরী হিসেবে পরিচিত। |
খাইবার গিরিপথ | পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত, দৈর্ঘ্য ৩৩ মাইল। |
নাথু লা পাস | ভারত ও চীনের মধ্যে অবস্থিত আলোচিত স্থল সীমান্ত পথ। |
চীনের মহাপ্রাচীর | মঙ্গোলিয়া ও চীনের বিশাল সীমান্ত জুড়ে অবস্থিত। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। নির্মাণকাল খ্রিস্টপূর্ব (২২১-২০৬) অব্দে। দৈর্ঘ্য প্রায় ৬৪০০ কিলোমিটার বা ৪০০০ মাইল। |
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান | ইরাকে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে ইউফ্রেটিস নদীর তীরে নির্মিত ঝুলন্ত উদ্যান। এটি তৈরি করেন রাজা নেবুচাদনেজার। |