এশিয়া মহাদেশ

  • এশিয়ার স্বাধীন দেশ- ৪৪টি।
  • জাতিসংঘভুক্ত এশিয়ার দেশ- ৪৪টি।
  • আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ- চীন।
  • আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ।
  • জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ- চীন।
  • জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ।
  • এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ- পূর্ব তিমুর।
  • এশিয়ায় অবস্থিত সর্ববৃহৎ প্রজাতন্ত্র হলো- কাজাখস্তান।
  • এশিয়া তথা বিশ্বের সর্বোচ্চ স্থান বা পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মি.)।
  • এশিয়ার সর্বনিম্ন স্থান- মৃতসাগর/ডেড সি (৪০০ মি.)।
  • এশিয়ার বৃহত্তম মরুভূমি- গোবি (চীন-মঙ্গোলিয়া)।
  • এশিয়ার বৃহত্তম সমভূমি- পশ্চিম সাইবেরিয়া।
  • এশিয়ার বৃহত্তম উপদ্বীপ - আরব উপদ্বীপ।
  • এশিয়ার বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর।
  • এশিয়ার বৃহত্তম নদী- ইয়াংসিকিয়াং (চীন)।
  • এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে- লোহিত সাগর ও সুয়েজ খাল।
  • লোহিত সাগর সৌদি আরবকে এশিয়া থেকে পৃথক করেছে।
  • এশিয়াকে আমেরিকা থেকে পৃথক করেছে- বেরিং প্রণালী।

 

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা