ভারতের সাথে সমু্দ্র বিজয়
- বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধের মীমাংসার রায় ঘোষণা করা হয় ৭ জুলাই ২০১৪।
- বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পাত্তি মামলাটির রায় প্রদান করে নেদারল্যান্ডের হেগের স্থায়ী সালিশী আদালত।
- স্থায়ী সালিশী আদালত এর ইংরেজি হলো PCA Permanent Court of Arbitration. এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এটি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এ রায়ে বাংলাদেশের বিশেষ অর্জন হলো বিরোধপূর্ণ ১০টি খনিজ ব্লকের সবক'টির অধিকার লাভ এবং সমুদ্রে ১৯,৪৬৭ বর্গ কিলোমিটর জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা।
- ভারতের বিশেষ অর্জন হলো দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা লাভ।
- দক্ষিণ তালপট্টি দ্বীপটি আবিষ্কৃত হয় ১৯৭০ সালে। কিন্তু দ্বীপটি ১৯৮৫ তলিয়ে যায়। এর অপর নাম নিউমুর/পূর্বাশা। এটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা