GIS ও GPS

  • ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে বলে Geographic Information System (GIS)।
  • জিপিএস দ্বারা বোঝায় – Global Positioning System।
  • আধুনিক মানচিত্র তৈরি, পঠন ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় – Global Positioning System।
  • মুহূর্তের মধ্যে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ থেকে শুরু করে সব বিষয়ে জানতে পারা যায় – জিপিএস যন্ত্রের সাহায্যে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা