হাইফেন বা সংযোগ চিহ্ন (-):

  • সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন   করে দেখাবার জন্য হাইফেনের ব্যবহার করা হয়।
  • দুই শব্দের সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়। 
  • বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন: এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার। মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে।
Reference: