ড্যাস চিহ্ন (-)

  • যৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা   তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস চিহ্ন   ব্যবহৃত হয়। 
  • কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে ড্যাস   চিহ্ন বসে। 
  • সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত   করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাশ   ব্যবহৃত হয়। যেমন: তোমরা দরিদ্রের উপকার কর - এতে   তোমাদের সম্মান যাবে না - বাড়বে। বাংলাদেশ দল জয়লাভ   করেছে - বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। ঐ লোকটি -   যিনি গতকাল এসেছিলেন - তিনি আমার মামা।
Reference: