দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (।): বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যেমন: শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে। প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে। যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কী ঘটেছিল।