কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন:
- বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে।
- কর্তৃবাচ্যের ক্রিয়া সকর্মক হলে সে বাক্যকে কর্মবাচ্যের বাক্যে পরিবর্তন করা যাবে।
- কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের পরিবর্তনের ক্ষেত্রে কর্তা ও কর্মের পরিবর্তন ঘটে।
- কর্তার সঙ্গে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যোগ করতে হয়।
- কর্মের প্রাধান্য থাকায় ক্রিয়া কর্মের অনুসারী হয়।
কর্তৃবাচ্য | কর্মবাচ্য |
আমি বই পড়েছি। । | আমার বই পড়া হয়েছে। |
রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' রচনা করিয়াছেন | রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 'গীতাঞ্জলি' রচিত হইয়াছে |