বাগধারাঃ হ

  • হ-য-ব-র-ল: বিশৃঙ্খলা
  • হাড়হদ্দ: নাড়ি নক্ষত্র
  • হরিষে বিষাদ: আনন্দে বিষাদ
  • হাড়ে বাতাস লাগা: শান্তি পাওয়া
  • হাড় হাভাতে: হতভাগ্য
  • হরিহর আত্মা: অন্তরঙ্গ
  • হাত-ভারি: কৃপণ
  • হাতের পাঁচ: শেষ সম্বল
  • হাত টান: চুরির অভ্যাস
  • হরিলুট: অপচয়
  • হেস্তনেস্ত: মীমাংসা
  • হাত পাকান: দক্ষতা
  • হাঁড়ির হাল: মলিন
  • হালছাড়া: হতাশ হওয়া
  • হরি ঘোষের গোয়াল: বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
  • হাত ধুয়ে বসা: আশা ত্যাগ করা / সাধু সাজা / নিশ্চিত হওয়া
  • হস্তীমূর্খ: বোকা
  • হাড়ে হাড়ে চেনা: মর্মান্তিকভাবে চেনা
  • হাড়ে দুর্বা গজানো: অত্যন্ত কুঁড়ে
  • হালে পানি পাওয়া: সুবিধা করা
  • হুঁকো-নাপিত বন্ধ করা: সমাজচ্যুত করা
  • হাড় জুড়ানো: শান্তি পাওয়া
  • হাত কামড়ানো: আফসোস করা
  • হাত জোড়া থাকা: কর্মব্যস্ত থাকা
  • হাত চালাও: তাড়াতাড়ি করা
  • হচ্ছে হবে: দীর্ঘসূত্রিতা
  • হাঁটুর বয়স: নিতান্ত শিশু
  • হাপিত্যেশ: ব্যাকুল কামনা
  • হা-ঘরে: গৃহহীন
  • হ্রস্ব-দীর্ঘ জ্ঞান: সাধারণ জ্ঞান
  • হতচ্ছাড়া: লক্ষ্মীছাড়া
  • হাত দিয়ে হাতি ঠেলা: অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা
  • হাটে হাঁড়ি ভাঙা: গোপন কথা প্রকাশ
  • হাতের লক্ষ্মী পায়ে ঠেলা: সুযোগ নষ্ট করা
  • হালে পানি পাওয়া: বিপদমুক্ত হওয়া
  • হাতের পাঁচ: শেষ সম্বল
  • হাতে পাঁজি মঙ্গলবার: প্রকৃত প্রমাণ দেওয়া
  • হাড়ে মাসে জ্বালানো: অত্যন্ত উত্যক্ত করা
  • হদিস পাওয়া: সঠিক সংবাদ পাওয়া
  • হলুদের গুড়া: সমস্ত ব্যাপারে যে উপস্থিত
  • হাতির গলায় ঘণ্টা: বয়স্ক বরের বালিকা বধূ
  • হাতে জল না গলা: অতিশয় কৃপণ
  • হাতির খোরাক যে বেশি পরিমাণে আহার করে
  • হাতে আকাশ পাওয়া: অভাবিতভাবে কিছু পাওয়া
  • হাত ধরা: বশীভূত
  • হামবড়া ভাব: অহংকার
  • হরেদরেঃ মোটের ওপর
  • হাতির পাঁচ পা দেখা: অহংকারবোধ করা / দুঃসাহসী হওয়া
Reference: