বাগধারাঃ ল

  • লম্বা দেয়া: চম্পট দেয়া
  • লেজে গোবরে: বিশৃঙ্খলা
  • লেফাফা দুরস্ত: বাইরে পরিপাটি
  • লঙ্কা পায়রা: কুচক্রী
  • লালবাতি জ্বালানো: ধ্বংস হওয়া
  • লেজে পা পড়া: স্বার্থে আঘাত লাগা
  • লঙ্কাকাণ্ড: তুমুল কাণ্ড
  • লবেজান করা: নাজেহাল করা
  • লাট খাওয়া: উল্টে নিজের দিকে পড়া
  • লঙ্কা পায়রা: ফুলবাবু
  • লোটাকম্বল: সামান্য সংগতি
  • লেজ মোটা হওয়া: অহংকারী হওয়া
  • লোহার কার্তিক: কালো সুদর্শন
  • লগন চাঁদ: ভাগ্যবান
  • লঘুগুরু জ্ঞান: কে বড় কে ছোট এই জ্ঞান
  • লেখাজোখা: মাপজোক, হিসাব
  • লেজ গুটানো: হার মানা
  • লঘুপাপে গুরুদণ্ড: সামান্য অপরাধে গুরুতর শাস্তি
  • ল্যাগবেগে: রোগা
  • লবডঙ্কা: কিছু না
  • লেজে খেলা: চাতুরি করা
  • লক্ষ্মীর ভাণ্ডার: অফুরন্ত ভাণ্ডার
  • লাগে টাকা দেবে গৌরিসেন: চাওয়া মাত্র যার কাছে টাকা পাওয়া যায়
  • লক্ষ্মীছাড়া: হতভাগা
  • লক্ষ্মীর বরযাত্রী: সুসময়ের বন্ধু
Reference: