বাগধারাঃ ম

  • মান্ধাতার আমল: অতি প্রাচীনকাল
  • মাছের মা: নির্মম/নিষ্ঠুর
  • মানিকজোড়: অন্তরঙ্গ বন্ধু
  • মটকা মারা: ঘুমের ভান করে শুয়ে থাকা
  • মাটির মানুষ: নিরীহ ব্যক্তি
  • মেনিমুখো: সলজ্জ
  • মণিহারী ফণী: প্রিয়জনের জন্য অস্থির ব্যক্তি
  • মন না মতি: অস্থির মানব মন
  • মন আনচান করা: অস্থির হওয়া
  • মাছের মায়ের পুত্রশোক: কপট বেদনাবোধ
  • মামদোবাজি: প্রতারণা
  • মাকাল ফল: অন্তঃসারশূন্য
  • মহাভারত অশুদ্ধ: বড় রকমের অপরাধ
  • মেঘ না চাইতেই জল: আশাতীত ফল
  • মগের মুল্লুক: অরাজক দেশ
  • মাথায় আকাশ ভেঙে পড়া: আকস্মিক বিপদ
  • মাছি মারা কেরানি: অবিকল অনুসরণ
  • মুখচোরা: লাজুক
  • মগজ ধোলাই: ধারণা পাল্টিয়ে দেওয়া
  • মণিকাঞ্চন যোগ: মানানসই হওয়া
  • মিছরির ছুরি: মুখে মধু অন্তরে বিষ
  • মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত: সীমাবদ্ধতা
  • মকশো করা: অভ্যাস করা
  • মেঘে মেঘে বেলা হওয়া: বয়স বাড়া
  • মশা মারতে কামান দাগানো: নিরর্থক অপব্যয়
  • ম-ম করা: সুগন্ধে ভরে যাওয়া
  • মরার সময় মকরধ্বজ: শেষ প্রচেষ্টা
  • মই কেড়ে নেয়া: আশা দিয়ে নিরাশ করা
  • মাথার দিব্যি: শপথ
  • ময়ূর ছাড়া কার্তিক: রূপবান পুরুষ
  • মুসকিল আসান: বিপদের শান্তি/বিপদমুক্তি
  • মানের গুড়ে বালি: সম্মানহানি
  • মৌমাত চড়ানো: নেশা করা
  • মোটা ভাত-কাপড়: সাধারণ জীবন-যাপন
  • ম্যাও ধরা: দায়িত্ব নেওয়া
  • মনের আগুন: উত্তেজনা
Reference: