MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগধারাঃ দ
দা-কুমড়া
: অহিনকুল / শত্রুতা
দস্ত-ব-দস্ত
: হাতে-হাতে
দুধে ভাতে থাকা
: ভোগে বা ঐশ্বর্যে থাকা
দক্ষযজ্ঞ:
ব্যাপক আয়োজন
দুধের মাছি:
সুসময়ের বন্ধু
দাঁও মারা:
মোটা অংক লাভ করা
দহরম মহরম:
অন্তরঙ্গতা
দু'কান কাটা:
বেহায়া
দানোয় পাওয়া:
তুতে পাওয়া
দৈত্যকুলে প্রহ্লাদ:
খারাপ বংশে ভালো মানুষ
দড়ি-কলসি:
আত্মহত্যার উপায়
দফা নিকেশ:
সমূহ সর্বনাশ
দিগধেড়েঙ্গা:
বেমানান রকমের লম্বা
দহলা-নহলা করা:
ইতস্তত করা
দেতো হাসি:
কৃত্রিম হাসি
দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকা:
অনাহারে থাকা
দুধ-ঘিয়ের শ্রান্ত করা:
অপব্যয়
দিন ঘুরানো:
আয়ু শেষ
দুধে-ভাতে থাকা:
ভালোভাবে থাকা
দু নৌকায় পা:
উভয় সংকট
টক ভাঙা:
জলকাদা ভাঙা
দক্ষিণার জোরে:
টাকা পয়সা দিয়ে
দড়েবড়ে:
তাড়াহুড়ো করে এমন
দাঁতে কুটো করা:
হীনভাবে জীবনযাপন করা
দলাই মল্যই:
অঙ্গমর্দন
দশকথা:
নানারকম কটু কথা
দশবাই চণ্ডী:
রাগী স্ত্রীলোক
দিন ঘনানো:
সুখের দিন শেষ হওয়া
দাতাকর্ণ:
উদার ও দানশীল
দেবদ্বিজ মানা:
ধর্মে বিশ্বাস থাকা
দায়-দৈব:
ছোট-বড় সমস্যা
দিগ্গজ পণ্ডিত:
বড় পণ্ডিত
দয়ে মজানো:
বিপদে ফেলা / সর্বস্বান্ত করা
দিশপাশ:
কুলকিনারা / সীমা
দুধের ছেলে:
কচি ছেলে
দিনগত পাপক্ষয়:
গতানুগতিকভাবে দিনাতিপাত করা
দুয়ো দেয়া:
তুচ্ছ-তাচ্ছিল্য করা
দূরমুশ করা:
প্রহার করা
দাঁড়কাকের ময়ূরপুচ্ছ:
অনুকরণের হাস্যকর চেষ্টা
দন্তস্ফুট করা:
কঠিন বিষয়ে প্রবেশ
দোল-দুর্গোৎসব:
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান
দুধ-কলা দিয়ে সাপ পোষা:
যত্ন করে শত্রু পোষা
দিবাস্বপ্ন:
অলীক কল্পনা
দোপড়া:
এক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে বা প্রাকবিবাহ অনুষ্ঠানের পর অন্য জায়গায় বিয়ে
দোজধরে:
দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে
দুধের সাধ ঘোলে মিটানো:
ভালোর অভাব মন্দ দিয়ে পূরণ
দু'মুখো সাপ:
দু'জনকে দু'রকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী
যেমন দান তেমন দক্ষিণা:
কম পারিশ্রমিকের বিনিময়ে নিকৃষ্ট কাজ
Reference: