বাগধারাঃ ত

  • তুর্কি নাচন: নাজেহাল অবস্থা
  • তিলকে তাল করা: অতিরঞ্জিত করা
  • তেলে বেগুনে জ্বলা: ক্রোধে অগ্নিশর্মা হওয়া
  • তাক লাগা: আশ্চর্য হওয়া
  • ত-খরচ: বাজে খরচ
  • তীর্থের কাক: সাগ্রহে প্রতীক্ষাকারী
  • তোলা হাঁড়ি: গম্ভীর
  • তামার বিষ: অর্থের কুপ্রভাব
  • তক্কে তক্কে থাকা: গোপনে সতর্ক থাকা
  • তুলসী বনের বাঘ: ভণ্ড
  • তালকানা: বেতাল হওয়া
  • তেল নুন লাকড়ি: মৌলিক প্রয়োজন
  • তয়নাত করা: স্থির করা
  • তেল কাজলা: চকচকে
  • তারে নাচন: দুরবস্থার একশেষ
  • তিনঠঙেঃ লাঠিহাতে বুড়ো
  • তাসের ঘর: ক্ষণস্থায়ী বস্তু
  • তালপাতার সেপাই: অতিশয় দুর্বল
  • তুষের আগুন: দগ্ধকারী দুঃখ
  • ত্রিশম্ভুদশা: দোটানা অবস্থা
  • তিন মাথা এক হওয়া: খুব বৃদ্ধ হওয়া
  • তুবড়ি ছোটা: বেশি কথা বলা
  • তেল বাড়া: অহংকার
  • তাথৈ তাথৈ নাচাঃ আনন্দে উদ্বেল হওয়া
  • তেল মাখানো: তোষামোদ
  • তরবেতর নানারকম
  • তাল সামলানো: শেষ রক্ষা
  • তেলও কম ভাজাও মচমচেঃ অল্প উপকরণে ভালো ব্যবস্থা
  • তালগাছের আড়াই হাতঃ কোনো কাজের শেষ ও সবচেয়ে কঠিন অংশ
Reference: অগ্রদূত বাংলা