MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগধারাঃ ড
ডাকাবুকো: দুরন্ত / নির্ভীক
ডামাডোল: গোলযোগ
ডান (দক্ষিণ) হাতের ব্যাপার: ভোজন
ডুমুরের ফুল: বিরল বস্তু
ডকে ওঠা: নষ্ট হওয়া
ডুবে ডুবে জল খাওয়া: গোপনে কাজ করা
ডিমে রোগা: চির রুগ্ন
ডকে তোলা: বাতিল বা নষ্ট করা
ডানাকাটা পরি: পরমা সুন্দরী (ব্যঙ্গার্থে)
ডঙ্কা মারা: বড় গলায় বলা
ডবকে ওঠা: যৌবনপ্রাপ্ত হওয়া
ডাকা দেওয়া / ডাকা মারা: ডাকাতি করা
ডানপিটে: দুরন্ত/ দুঃসাহসিক
ডিগডিগে: অত্যন্ত কৃশ বা সরু
ডিমে রোগা: ছেলেবেলা থেকেই রোগা
ডাকের সুন্দরী: অত্যন্ত সুন্দরী
ডগিডগি: কচি বা জালি ডগাবিশিষ্ট
ড্যাব ড্যাব: বড় বড় ও ভাষাহীন চোখের ভাব
ডুব মারা: পালিয়ে যাওয়া
ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না: আয়ের চেয়ে ব্যয় বেশি
ডাইনির কোলে ছেলে সঁপা: ভক্ষককেই রক্ষণের দায়িত্ব দেওয়া
Reference: