MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগধারাঃ ছ
ছ কড়া ন কড়া: সস্তা দর
ছারখার হওয়া: ধ্বংস হওয়া
ছাগল টাঙানো: লম্বা জায়গা নেওয়া
ছা-পোষা: অত্যন্ত গরিব
ছুঁচোর কেত্তন: অবিরাম কলহ
ছয়কে নয় নয়কে ছয়: অপচয় করা
ছিনিমিনি:
ছামনি নাড়া: দৃষ্টি বিনিময়
ছিঁচ কাঁদুনে: অল্পেই কাঁদে এমন
ছেলের হাতের মোয়া: সহজলভ্য বস্তু
ছাঁদনা তলা: বিবাহের মণ্ডপ
ছক কাটা: পূর্ব পরিকল্পনা
ছাতা দিয়ে মাথা রাখা: বিপদে সাহায্য করা
ছটকে পড়া: বিচ্ছিন্ন হয়ে যাওয়া
ছটফটানি: অস্থিরতা / উদ্বিগ্ন
ছক্কা পাঞ্জা করা: লম্বা লম্বা কথা বলা
ছব্বা: রূপ / মুখশ্রী
ছরকট: বিশৃঙ্খলা
ছাতরা-ভাতরা: নোংরা / এলোমেলো
ছাই করা: কাজ পণ্ড করা
ছলাপাতা: ছলনা করা
ছাতি ফাটা: তৃষ্ণায় বুক ফেটে যাওয়া
ছিরিছাঁদ: সৌন্দর্য
ছেঁড়া মামলা: তুচ্ছ কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ ব্যাপার
ছাতি ঠোকা: আস্ফালন করা
ছেঁকে ধরা: ঘিরে ধরা
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা: পরকে আপন করার চেষ্টা
ছুট করানো: পরিশ্রম করানো
ছেঁদো কথা: অসার বা বাজে কথা
ছেঁড়া কথা: বাজে কথা / অর্থহীন বা অসার কথা
ছেঁড়াখোঁড়া: ছিন্নভিন্ন
ছোটঘর: নীচ বংশ
ছেদামালা: অপব্যয়ী লোক
ছুঁচো মেরে হাত গন্ধ করা: সামান্য স্বার্থে দুর্নামের অর্জন
ছাই চাপা আগুন: অপ্রকাশিত প্রতিভা / গোপন গুণ
Reference: